ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে ৪৭৪ টি আশ্রয় কেন্দ্রে ৮৮৫৩জন আশ্রয় নিয়েছে

প্রকাশিত: ১৭:২১, ২০ মে ২০২০

ঝালকাঠিতে ৪৭৪ টি আশ্রয় কেন্দ্রে ৮৮৫৩জন আশ্রয় নিয়েছে

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় ঝালকাঠি জেলা প্রশাসন জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকায় ৪৭৪টি আশ্রয় কেন্দ্র খুলেছে। আজ বুধবার বেলা ১টা পর্যন্ত ৮৮৫৩জন এই কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার বিকেল থেকে মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করে। আশ্রায় কেন্দ্রে অবস্থানকারীদের শুকনো খাবার দেয়া হয়েছে। কেন্দ্রগুলোতে লোকজন নেয়ার জন্য স্থানীয় সরকারে ইউনিয়ন পরিষদ এবং রেড ক্রিসেন্টকর্মী ও স্কাউট এবং রোভার স্কাউট কাজ করছে। শহর ও গ্রাম জুড়ে সর্তকবার্তা প্রচার করা হচ্ছে এবং লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বলা হচ্ছে। সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য ২৭৪টি আশ্রয় কেন্দ্রর সাথে আও ২০০ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে পরিস্থিতির উপর নির্ভর করে এই সংখ্যা বৃদ্ধি পাবে। সরকার প্রাথমিক পর্যায়ে জেলায় ১০০ মেটিক টন চাল, ২ লক্ষ টাকা এবং শিশু খাদ্যর জন্য ১লক্ষ ও গবাদি পশুর খাবারের জন্য আরও ১ লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছে। কেন্দ্র থেকে ২ হাজার শুকনো খাবারের প্যাকেট দেয়া হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী আম্ফান মোকাবেলার প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন।
×