ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে নতুন ১০ জন করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১৭:০১, ২০ মে ২০২০

সোনারগাঁয়ে নতুন ১০ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ ॥ সোনারগাঁয়ে গত ২৪ ঘন্টায় ৬৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সোনারগাঁয়ে ১২৫ জন করোনা রোগী শনাক্ত হলো । এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ জন। মারা গেছেন ৪ জন । আজ বুধবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা। তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ৫৮৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ১২৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। পরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে জানাযায় তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম জানান, দেশের এমন অবস্থায় মানুষ এখনও সচেতন হচ্ছেন না । যার যার অবস্থান থেকে মানুষ সচেতন না হলে করোনা রোগীর সংখ্যা বড়তেই থাকবে । তাই সোনারগাঁবাসীকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
×