ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিমি উদ্ধার করে জরিমানার শিকার এক অস্ট্রেলীয়

প্রকাশিত: ১১:৩৪, ২০ মে ২০২০

তিমি উদ্ধার করে জরিমানার শিকার এক অস্ট্রেলীয়

অনলাইন ডেস্ক ॥ সমুদ্রে জালে আটকা এক তিমিকে মুক্ত করে জরিমানার শিকার হয়েছেন এক অস্ট্রেলীয়। স্থানীয় কর্মকর্তাদেরকে তিমিটি উদ্ধারের জন্য ফোন করার পর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কেউ না আসায় ওই ব্যক্তি নিজ থেকেই এগিয়ে গিয়ে তিমিটিকে উদ্ধার করেন।এরপর সৈকতে ফিরে এলে তাকে জরিমানা করা হয়। বিবিসি’র খবরে বলা হয়েছে, মঙ্গলবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে গোল্ড কোস্টের সমুদ্রে তিমিটিকে ফাঁদে আটকা পড়া অবস্থায় দেখতে পাওয়া গিয়েছিল। ওই অস্ট্রেলীয় নিজে নৌকা চালিয়ে তিমিটির কাছে যান। এরপর সাঁতার কেটে সেটিকে জাল থেকে ছাড়িয়ে দেন। ঠিক কী কারণে ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে তা জানা যায়নি। তবে কুইন্সল্যান্ডে তিমির কাছাকাছি গেলে জরিমানা করার নিয়ম আছে। ‘ডিজেঙ্গো’ নামে নিজের পরিচয় দিয়ে ওই অস্ট্রেলীয় এবিসি নিউজকে বলেন, তিমিটি দেখে তিনি সেটিকে উদ্ধারের তাগিদ অনুভব করেছিলেন এবং তিনি কেবল এটিকে জাল থেকে ছাড়ানোর চেষ্টা করেছেন।
×