ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমফান ॥ লণ্ডভণ্ড হতে পারে কলকাতা

প্রকাশিত: ১১:৩৩, ২০ মে ২০২০

আমফান ॥ লণ্ডভণ্ড হতে পারে কলকাতা

অনলাইন ডেস্ক ॥ গতি বাড়িয়ে দ্রুতলয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। রেহাই নেই কলকাতারও। প্রবল বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে অঝোরে বৃষ্টি চলবে বুধবার সারাদিনই। এ ব্যাপারে আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, আমফানের প্রভাবে বুধবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হবে কলকাতায়। সকালের দিকে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ১১০-১৩০ কিলোমিটার পর্যন্তও হতে পারে। প্রবল বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে শহরের বিভিন্ন অংশে। শহরের বহু জায়গায় পুরনো বাড়ি রয়েছে। সেগুলোর ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাস্তার ধারের বড় বড় গাছগুলো ঝড়ের তাণ্ডবে উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রেখেই ওই সময়ে বাড়ির বাইরে না থাকার জন্য শহরবাসীদের পরামর্শ দিয়েছে আবহওয়া দফতর। সেই সঙ্গে দোকান-বাজার বন্ধ রাখার কথাও বলা হয়েছে। জানা গেছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, কলকাতায় ঝড়ের তাণ্ডব চলবে। সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
×