ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একুশে পদকপ্রাপ্ত ড. মজিবর রহমানের ইন্তেকাল

প্রকাশিত: ০০:৪৬, ২০ মে ২০২০

একুশে পদকপ্রাপ্ত ড. মজিবর রহমানের ইন্তেকাল

জনকণ্ঠ ডেস্ক ॥ একুশে পদকপ্রাপ্ত এবং ‘দেবদাস’ হিসেবে পরিচিত অধ্যাপক ড. মজিবর রহমান বার্ধক্যজনিত কারণে সোমবার সকাল দশটার দিকে জয়পুরহাট সদর উপজেলার মাহরুল গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। খবর বাসসর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য তাকে ২০১৫ সালে একুশে পদকে ভূষিত করা হয়। রাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ওপর পাকিস্তানী সেনাবাহিনীর বর্বর অত্যাচারের প্রতীকী প্রতিবাদ হিসেবে ১৯৭১ সালে তিনি ‘দেবদাস’ নাম গ্রহণ করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ড. মজিবর রহমানের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। শেখ হাসিনা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনী দ্বারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত ড. মজিবর রহমান দেশ মাতৃকার জন্য সাহসিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।’ প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
×