ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবজি বিক্রি করছেন আম্পায়ার

প্রকাশিত: ২৩:৪৩, ২০ মে ২০২০

সবজি বিক্রি করছেন আম্পায়ার

স্পোর্টস রিপোর্টার ॥ মহামারী করোনা কেবল লাখো প্রাণই কেড়ে নিচ্ছে না, পঙ্গু করে দিচ্ছে বিশ্ব অর্থনীতি। বাড়ছে বেকরত্ব, চারিদিকে বাড়ছে অভাবী মুখের সংখ্যা। অভাবের তাড়নায় এখন সবজি বিক্রি করছেন ভারতের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ার প্রশান্ত ঘোষ। তিনি ক্রিকেট এ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) গ্রেড ওয়ান আম্পায়ার। করোনার কারণে খেলাধুলা বন্ধ, বন্ধ প্রশান্তের আয়ের পথও। সিএবি পনেরো হাজার টাকা দিয়েছিল। তাতে আর কদিন চলে? বাধ্য হয়ে তাই সবজি-ফল বিক্রি করতে হচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেটের স্বনামধন্য এই আম্পায়ারকে। বেঙ্গল এ্যাসোসিয়েশন একজন আম্পায়ারকে ম্যাচপিছু ১৬৫০ টাকা দিয়ে থাকে। আগে সারা মৌসুমে ১২০ থেকে ১২৫ দিন গর্বের সাদা পোশাকটি পরে মাঠে নামার সুযোগ পেতেন। এখন যেহেতু নতুন নতুন আম্পায়ার আসছেন তাই ম্যাচের সংখ্যা কমছে।
×