ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ত্রাণ নিয়ে কেউ যেন রাজনীতি না করে ॥ তোফায়েল

প্রকাশিত: ২৩:১৬, ২০ মে ২০২০

ত্রাণ নিয়ে কেউ যেন রাজনীতি না করে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৯ মে ॥ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দল-মত নির্বিশেষে সকল গরিব মানুষ যাতে ত্রাণ পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। রিলিফ নিয়ে কোন রাজনীতি যেন করা না হয়। রিলিফ নিয়ে কোন রাজনীতি নাই। এখানে শুধু আওয়ামী লীগের তরফ থেকে রিলিফ দিচ্ছি। দলমত নির্বিশেষে সকল গরিব মানুষ যাতে রিলিফ পায় সেই ব্যবস্থা করতে হবে। তিনি অনুরোধ করে বলেন, বাংলাদেশের এই করোনা পরিস্থিতি এই ত্রাণ নিয়ে কেউ যেন রাজনীতি না করে। যার যার সামর্থ মতো ত্রাণ বিতরণ করেন। দুস্থ মানুষের পাশে দাড়ান। মানুষ খুব খুশি হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ কালে ভিডিও কনফারেন্সে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। পরে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে ভোলা সদর উপজেলার ১৩ ইউনিয়নে করোনায় কর্মহীন ১০ হাজার পরিবারকে চতুর্থবারের মতো খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সামাজিক দূরুত্ব রক্ষা করে ধনিয়া ইউনিয়নের অসহায় কর্মহীনদের মাঝে তোফায়েল আহমেদের ঈদ উপহার ও খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। এছাড়া সদরের অন্যান্য ইউনিয়নে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
×