ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাগরে মাছ ধরা নিষেধ আজ থেকে

প্রকাশিত: ২৩:০৩, ২০ মে ২০২০

সাগরে মাছ ধরা নিষেধ আজ থেকে

স্টাফ রিপোর্টার ॥ সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও আহরণ নিশ্চিতে প্রতি বছরের মতো এবারও সাগরে দুই মাসের বেশি সময় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। মঙ্গলবার নিষেধাজ্ঞার তথ্য উল্লেখ করে মন্ত্রণালয়ের একটি নির্দেশনাপত্র পাঠানো হয়েছে নৌবাহিনী সদর দফতর, জননিরাপত্তা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার্স, কোস্ট গার্ড, র‌্যাব সদর দফতর, মৎস্য অধিদফতর, নৌপুলিশ, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, সমুদ্র উপকূলীয় ১৪ জেলার জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট বিভাগ, জেলা ও উপজেলা মৎস্য দফতরে।
×