ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনার উপসর্গ

প্রকাশিত: ২২:৫৭, ২০ মে ২০২০

করোনার উপসর্গ

* করোনা রোগে আক্রান্ত প্রায় ৩০ শতাংশ মানুষের শরীরে কোন উপসর্গ থাকে না। না জ্বর না গলায় ব্যথা। * তারা দিব্যি অজান্তে ঘুরে বেড়াচ্ছে। * প্রতিনিয়ত সংক্রমণ ছড়াচ্ছে আশপাশের মানুষকে। * এখানে ভয়ের ব্যাপার। * এ জন্য পরীক্ষার পরিমাণ বাড়ানো দরকার। * এ জন্য এ্যান্টিজেনের সঙ্গে সঙ্গে এ্যান্টিবডি টেস্ট করতে হবে। * যত শনাক্ত বাড়বে তত তাদের আলাদা করা যাবে। * তাতে সংক্রমণও কমিয়ে দেয়া যাবে। ডাঃ এটিএম রফিক (উজ্জ্বল) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল ফোন : ০১৭১৫২৮৫৫৫৯
×