ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডুমুরিয়ায় এ্যাপসের মাধ্যমে চাল সংগ্রহ শুরু

প্রকাশিত: ২১:৩১, ২০ মে ২০২০

ডুমুরিয়ায় এ্যাপসের মাধ্যমে চাল সংগ্রহ শুরু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে খুলনা জেলা প্রশাসনের উদ্ভাবিত ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট’ এ্যাপস-এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া খাদ্যগুদাম চত্বরে উপজেলার মিলারদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে চাল ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে ডিজিটাল পদ্ধতিতে চাল ক্রয়ের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, ধান-চাল ক্রয় মালিক সমিতির সাধারণ সম্পাদ কাজী আব্দুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ বেগম।
×