ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপণিবিতান খোলার দাবি

প্রকাশিত: ২১:২৬, ২০ মে ২০২০

বিপণিবিতান খোলার দাবি

সংবাদদাতা, সাভার, ১৯ মে ॥ প্রশাসনের নির্দেশে দুটি বিপণিবিতান খোলা রাখার সিদ্ধান্তে অন্য বিপণিবিতানের ব্যবসায়ী ও কর্মচারীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকালে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউমার্কেটের সামনে রাস্তা অবরোধ করে তাদের বিপণিবিতান খোলার দাবিতে বিক্ষোভ করেন বন্ধ থাকা বিপণিবিতানের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, শনিবার সাভার উপজেলা প্রশাসন স্থানীয় বিপণিবিতানগুলো স্বাস্থ্যবিধি না মানায় বন্ধের আদেশ জারি করে। সেই মোতাবেক উপজেলার সব বিপণিবিতান ব্যবসায়ীরা বন্ধ রাখেন। কিন্তু হঠাৎ করেই সোমবার পুনরায় সিদ্ধান্ত হয় শুধু পৌর এলাকার সাভার সিটি সেন্টার ও হেমায়েতপুরের লালন টাওয়ার নামের দুটি বিপণিবিতান ব্যতীত অন্য সব বিপণিবিতান বন্ধ থাকবে। উপজেলা প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন বন্ধ থাকা বিপণিবিতানগুলোর ব্যবসায়ী ও কর্মচারীরা। অসচ্ছল পরিবারে ঈদ উপহার নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৯ মে ॥ মাগুরা শহরের ভায়না এলাকার ৩ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী দিয়েছে শিক্ষাবিদ কামরুজ্জামান চাঁদ। মঙ্গলবার সকাল ১১টায় শহরের ভায়না এলাকায় তার বাড়ির সামনে পরিবারের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার তুলে দেন হতদরিদ্র মানুষের হাতে। প্রতিটি পরিবারের হাতে তুলে দেয়া হয় বাচ্চাদের জামা কাপড়সহ চাল, ডাল, লবণ, তেল, সেমাই, চিনি, সাবান।
×