ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে বিদ্যুত স্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ২১:২৩, ২০ মে ২০২০

সীতাকুণ্ডে বিদ্যুত স্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৯ মে ॥ সীতাকু-ে বিদ্যুতস্পৃষ্টে রমজান আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাড়বকু- অলিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক একই এলাকার বদুবাড়ির মৃত আমিরুজ্জামানের ছেলে। জানা গেছে, মঙ্গলবার সকালে তিনি গরুর ঘাস কাটার জন্য রাস্তার পাশের একটি জমিতে নামেন এবং ঘাস কাটাও শুরু করেন। ঘাস কাটতে কাটতে বিদ্যুতের খুঁটির নিচে আসে এবং বিদ্যুতস্পৃষ্ট হন। এরপর স্থানীয়রা উদ্ধার করে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় যুবক স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোশারফ হোসেন ভুইয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ উপজেলা সদরের মৃত মুখলেছুর রহমান ভূইয়ার ছেলে। জানা যায়, সকালে মোশারফ পাশের বাড়ির ছাদে উঠে রড দিয়ে গাছ থেকে আম পাড়ছিল। এ সময় হাতে থাকা রড বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তার শরীরের অনেক জায়গা পুড়ে যায়।
×