ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে কার্ফু হবে না ॥ মমতা

প্রকাশিত: ২১:১১, ২০ মে ২০২০

পশ্চিমবঙ্গে কার্ফু হবে না ॥ মমতা

ভারতে সোমবার থেকে ৩১ মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও এদিন ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দেয়। তবে লকডাউনে কেন্দ্রীয় সরকারের কার্ফুর বিষয়টি মেনে নিতে পারেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে কার্ফু হবে না। খবর এনডিটিভি। চতুর্থ দফার লকডাউনে সবচেয়ে বড় ঘোষণা হল, দেশজুড়ে সংক্রমিত এলাকায় সন্ধ্যা ৭টা থেকে ভোর ৭টা পর্যন্ত কার্যকর হবে নাইট কার্ফু বা নৈশকালীন সান্ধ্য আইন। সন্ধ্যা ৭টার পর আর কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। সোমবার বিকেলে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে মমতা সংবাদ সম্মেলনে বলেন, বাংলায় কার্ফু নয়। এই ঘোষণা করে তিনি কার্যত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করলেন। তিনি বলেন, ‘এই রাজ্য লকডাউন মানলেও সরকারীভাবে নৈশকালীন সান্ধ্য আইন ঘোষণা করছে না। তবে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৭টা পর্যন্ত লকডাউন মানা হবে। ওই সময় কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না। মমতা বলেন, ‘কার্ফুর নামে মানুষের ভোগান্তি ঠিক নয়। তাই আমরা সরকারীভাবে কার্ফু ঘোষণা করছি না।’ তিনি জানান, খুব জরুরী ছাড়া কার্ফু ঘোষণা করা যায় না। মমতা বলেন, ‘এখন আমরা তিন শক্তির বিরুদ্ধে লড়াই চালাচ্ছি- করোনা, মৌসুমি শ্রমিক ও ঘূর্ণিঝড় আম্পান। আশা করি, আমরা জিতব এই লড়াইয়ে।’
×