ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনাঃ ধাক্কা সামলে সচল হচ্ছে ফুটবল

প্রকাশিত: ২০:৩০, ১৯ মে ২০২০

করোনাঃ ধাক্কা সামলে সচল হচ্ছে ফুটবল

স্পোটস রিপোর্টার ॥ ইউরোপের প্রিমিয়ার লিগগুলো পুনরায় মাঠে গড়ালে ৫ জন করে বদলি ফুটবলার নামানোর নতুন নিয়ম কার্যকর করতে পারে ফিফা। জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ অভিভাবক সংস্থাটির এক মুখপাত্র। এদিকে, ব্যক্তিগত অনুশীলনের জন্য মাঠে ফিরেছে ইংলিশ ক্লাব আর্সেনালের ফুটবলাররা। তবে কঠিন ভাবে মানা হচ্ছে সামাজিক দুরত্ব। অন্যদিকে, ইতালির প্রধানমন্ত্রী মে মাসে পেশাদার ক্লাবগুলোকে মাঠে ফেরার কথা জানালেও, নির্দিষ্ট করা হয়নি দিন-তারিখ। ইপিএলের একটা ক্লাবতো মাঠে নামলো, তবে লিগ মাঠে গড়াবে কবে তা এখনও অনিশ্চিত। লা-লিগাসহ ইউরোপের বাকি পেশাদার লিগের ভবিষ্যতও ধোঁয়াশায়। তবে শুরু হয়েছে বুন্দেস লিগা। মূলত করোনার ঝক্কি সামলিয়ে মাঠে ফিরলে বিরামহীন ম্যাচ খেলতে হবে ক্লাবগুলোকে। খেলোয়াড়দের ওপর যেনও চাপট কিছুটা কমানো যায়, তাই এই প্রস্তাব। তবে আইএফএবি'র সম্মতি পেলেই কেবল সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সেক্ষেত্রে হাফটাইম ছাড়া সর্বোচ্চ তিন দফায় খেলোয়াড় বদলি করাতে পারবে দল। আর এই আইনের সময় সীমা থাকবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
×