ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় সাগরে মাছ ধরার ট্রলারে জলদস্যুর হানা

প্রকাশিত: ১৬:১৮, ১৯ মে ২০২০

কুয়াকাটায় সাগরে মাছ ধরার ট্রলারে জলদস্যুর হানা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কুয়াকাটা সংলগ্ন সাগরের পায়রা বন্দরের বয়ার কাছে মাছ ধরার দুইটি ট্রলারে জলদস্যুরা হানা দিয়েছে। এসময় জেলে বেল্লাল হোসেনকে (২৫) মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জলদস্যুরা একটি ট্রলারযোগে আলীপুরের দুইটি ফাইবার বোটের জেলেদের ওপর হামলা চালায়। ছিনিয়ে নেয় জাল, জ্বালানি ও চারটি মোবাইল। একটি ট্রলারের ইঞ্জিন বিকল করে দেয়। অপর একটি ট্রলারযোগে বাকি জেলেরা কিনারে ফিরেছে। কিন্তু অপহৃত জেলে বেল্লালকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়ন। আড়তমালিক আলীপুরের খলিলুর রহমান জানান, সাগরে পাতা জাল তুলছিল। এসময় ট্রলার দু’টিতে জলদস্যুরা হামলা চালায়। মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, বিষয়টি তার কাছে রহস্যজনক। জাল পাতা নিয়ে মারামারি করে এক জেলেকে কলাপাড়ার চম্পাপুর এলাকার অপর জেলেরা তুলে নিয়েছে বলে শুনেছেন। উদ্ধারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।
×