ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাতিয়ায় প্রস্তুত ১শত ৮৫টি আশ্রয়কেন্দ্র

প্রকাশিত: ১৫:০৯, ১৯ মে ২০২০

হাতিয়ায় প্রস্তুত ১শত ৮৫টি আশ্রয়কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ ঘূর্ণিঝড় আমফান এর প্রভাবে ৭নম্বর বিপদ সংক্ষেতের আওতায় পড়ায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সাথে মূল ভূখন্ডের সকল ধরনের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। দুর্যোগকালীন মানুষকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত করা হযেছে ১শত ৮৫টি আশ্রয় কেন্দ্র। জনগণকে সতর্ক করতে সরকারী ও বেসরকারী ভাবে চলেছে ব্যাপক প্রচারণা। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে হাতিয়ার সাথে মূল ভূখন্ডের সকল নৌ-যোগাযো বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সকল মাছধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে দুর্যোগ মোকাবিলায় হাতিয়ায় বিচ্ছিন্ন চরাঞ্চলহ বিভিন্ন ইউনিয়নে থাকা ১শত ৮৫টি আশ্রয়কেন্দ্রকে প্রস্তুত করা হচ্ছে। জরুরী প্রয়োজনে জনগণকে এসব আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান। এছাড়া হাতিয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থার মালিকানায় রেডিও সাগরদ্বীপ প্রতি ৩০মিনিট পর পর ঘূর্ণিঝড়ের বিশেষ বুলেটিন প্রচার করছে। পূর্বের সময়সীমা পরিবর্তন করে তারা সকাল ৭টা তেকে রাত৯টা পর্যন্ত তাদের সম্প্রচার অব্যাহত রেখেছে। এদিকে মঙ্গলবার সকাল থেকে আকাশ অনেকটা মেঘলা হয়ে অন্ধকার নেমে আসে। এতে জানসাধারনের মধ্যে চরম আতংক বিরাজ করছে। বিশেষ করে হাতিয়ার নলচিরা, চরঈশ্বর, সূখচর ও হরনী চানন্দী ইউনিয়নে বেড়ীবাঁধ না থাকায় জলোচ্ছাসের আতংকে আছে সাধারন মানুষ।
×