ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান

প্রকাশিত: ১৪:০৫, ১৯ মে ২০২০

প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। তালতলী উপকুলের সাগর ও পায়রা নদী সংলগ্ন অঞ্চলের ৫০ হাজার মানুষ ঘুর্ণিঝড় আমফান আমলেই নিচ্ছে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে আজ মঙ্গলবার মাইকিং ও সেচ্ছাসেবকরা কাজ করলেও তারা তা শুনছে না। তাদের দ্রুত সরিয়ে না নিলে সাইক্লোন সিডরের পুনরাবৃত্তি ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় আমফানের হাত থেকে রক্ষায় তালতলী উপজেলার উপকুলীয় বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরের জনসাধারণকে বুঝিয়ে শুনিয়ে নিরাপদ স্থানে আনার চেষ্টা করছি। তাতেও যদি তারা না আসে তবে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর লোকজন দিয়ে বল প্রয়োগ করে হলেও তাদের নিরাপদ স্থানে আনা হবে। তাদের নিরাপদ স্থানে আনতে প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তারা তাদের নিরাপদ স্থানে আনতে ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিনি আরো বলেন, উপকূলের মানুষগুলো সচেতন না। তারা ঘূর্ণিঝড় পরবর্তি বন্যাকে গুরুত্ব দিচ্ছে না। তারপরও একটা মানুষকেও ক্ষতিগ্রস্থ হতে দেব না। তালতলী ফকিরহাট বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও ইউপি সদস্য মোঃ ছালাম হাওলাদার বলেন, উপকূলের বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাহিরের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও তারা তা মানছে না। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় আমফানকে তারা আমলেই নিচ্ছে না। তাদের দ্রুত সরিয়ে না নিলে ঘূর্ণিঝড় সাইক্লোন সিডরের পুনাবৃত্তি ঘটার সম্ভবনা রয়েছে। দ্রুত তাদের সরিয়ে নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানাই। সহকারী পরিচালক আমতলী ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী কর্মকর্তা কে এম মাহতাবুল বারী বলেন, ঘূর্ণিঝড় আমফান পায়রা সমুদ্র বন্দর থেকে ৭’শ ২৫ কিলোমিটার দুরে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। মঙ্গলবার মধ্য রাতে উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
×