ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে ১০ পুলিশ সদস্যসহ নতুন আক্রান্ত ২৩ জন

প্রকাশিত: ১২:৫৫, ১৯ মে ২০২০

সোনারগাঁয়ে ১০ পুলিশ সদস্যসহ নতুন আক্রান্ত ২৩ জন

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ ॥ সোনারগাঁয়ে ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে এক নারী মারা গেছেন। এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনা রোগীর সংখ্যা ১১৫ জন । নতুন আক্রান্তদের মধ্যে সোনারগাঁ থানার ১০ জন পুলিশ সদস্য ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছে বলে আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা। তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে ২৩ জনের করোনা শনাক্ত হয়। বাকী ১৪ জনের রির্পোট নেগেটিভ আছে। এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনা রোগীর সংখ্যা ১১৫ জন, সুস্থ হয়েছেন ৩১ জন। করোনা উপসর্গ নিয়ে মারা যান ৩ জন । পরে মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে তাদের রির্পোটও পজেটিভ আসে। জানাযায়, সোনারগাঁয়ে এ পর্যন্ত ৫১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ১১৫ জন করোনা রোগী শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য, সোনালী ব্যাংকের সোনারগাঁ শাখায় একজন পুরুষ কর্মকর্তা রয়েছে।
×