ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে করোনায় গত ২৪ ঘন্টায় আরো একজনের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৩, ১৯ মে ২০২০

নারায়ণগঞ্জে করোনায় গত ২৪ ঘন্টায় আরো একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এ জেলায় ৬৪ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ১২৫ জন। এ জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২২ জন। জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯২ জন। আজ মঙ্গলবার সিভিল সার্জন অফিসের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে আরো জানা যায়, নারায়ণগঞ্জে সিটি কর্রোরেশন এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫৩ জন, সদর উপজেলায় ৫৬২ জন, বন্দর উপজেলায় ৪৪ জন, আড়াইহাজারে ৫৬ জন, সোনারগাঁয়ে ১১৬ জন ও রূপগঞ্জে ১৫২ জন। সিটি কর্পোরেশন এলাকায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৪৪ জন, সদরে ১৫, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ৩ জন। আড়াইহাজার উপজেলায় করোনায় এ পর্যন্ত কেউ মারা যায়নি। সিভিল সার্জন অফিসের ওয়েব সাইট থেকে আরো জানায়, জেলায় এই পর্যন্ত করোনা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৯২ জন। এদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩৩২ জন, সদর উপজেলার ১১২ জন, বন্দর উপজেলায় ৮ জন, রূপগঞ্জের ৫ জন, সোনারগাঁয়ে ১৮ জন ও আড়াইহাজারের ১৭ জন। এই পর্যন্ত জেলায় মোট ৭৩৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩২ জনের। এ পর্যন্ত এ জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ১৮৫০ জন, সদর উপজেলায় ২৫৭৬ জন, বন্দরে ৪৫০ জন, আড়াইহাজারে ৭০৩ জন, সোনারগাঁয়ে ৫৮১ জন ও রূপগঞ্জে ১২০১ জনের।
×