ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ায় মাঠে গড়াচ্ছে ক্রিকেট

প্রকাশিত: ০১:১৩, ১৯ মে ২০২০

অস্ট্রেলিয়ায় মাঠে গড়াচ্ছে ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসের দাপট খুব একটা কমেনি। তাই বলে জীবন তো আর থেমে থাকতে পারে না। নিয়ম মেনে লকডাউন খুলে দিচ্ছে ইউরোপ আমেরিকার অনেক দেশ। ধীরে ধীরে খেলা ফিরতে শুরু করেছে মাঠে। ফুটবল দিয়ে এর যাত্রা শুরু হয়েছে। ইতোমধ্যে ইউরোপিয়ান শীর্ষ ফুটবল লিগগুলোর মধ্যে জার্মান বুন্দেসলিগা নিয়মিত অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। একইপথে হাঁটছে ক্রিকেটও। শীঘ্রই অনুশীলন শুরুর ঘোষণা দিয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশ। আর ওয়েস্ট ইন্ডিজের পর এবার প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরানোর পথে আছে অস্ট্রেলিয়া। ডারউইন এ্যান্ড ডিস্ট্রিক্টের ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। যা শুরু হবে আগামী ৬ জুন। আর এটি হবে করোনায় খেলা বন্ধ হওয়ার পর অস্ট্রেলিয়ায় প্রথম কোন প্রতিযোগিতামূলক ক্রিকেট। প্রতিযোগিতাটির প্রিমিয়ার গ্রেড শুরু হবে টি২০ টুর্নামেন্ট দিয়ে। এরপর হবে ওয়ানডে টুর্নামেন্ট। সবমিলিয়ে ফাইনাল হওয়ার কথা আগামী ১৯ সেপ্টেম্বর। চলতি বছরের এনটি স্ট্রাইক লীগ নিয়ে অবশ্য এখনও কোন সিদ্ধান্ত হয়নি।
×