ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফ্রিকার সর্বকালের সেরা ফুটবলার ইতো

প্রকাশিত: ০১:১২, ১৯ মে ২০২০

আফ্রিকার সর্বকালের সেরা ফুটবলার ইতো

স্পোর্টস রিপোর্র্টার ॥ বিশ্ব ফুটবলে আফ্রিকানদের দাপট বেশ লক্ষণীয়। যুগে যুগে মহাদেশটিত এসেছেন অনেক কালজয়ী ফুটবলার। এর মধ্যে আছেন দিদিয়ের দ্রগবা, এল হাজী দিউফ, স্যামুয়েল ইতোসহ অনেকে। তবে আফ্রিকা মহাদেশে সবার চেয়ে নিজেকে এগিয়ে রেখেছেন সাবেক ক্যামেরুনের তারকা স্যামুয়েল ইতো। এক সাক্ষাতকারে ইতো জানিয়েছেন, তিনিই আফ্রিকার সর্বকালের সেরা ফুটবলার। ইতো বলেন, আমি সেরা হতে চেয়েছিলাম। আমার পুরো ক্যারিয়ারে আমি সেরাই ছিলাম। অন্য কেউ (যেমন দিদিয়ের দ্রগবা কিংবা হাজী দিউফ) বড় গলায় বলতে পারবে না যে ওরা ওই পর্যায়ের ছিল কিংবা আমার চেয়ে ভাল ছিল। এগুলো ফ্যাক্ট এবং সবাই এটা জানে। আমি ভালমতোই জানি, এখানে (আফ্রিকা) আমার চেয়ে আরও কেউ ভাল নেই। পরিসংখ্যানও অবশ্য ইতোর হয়ে কথা বলছে। ক্যারিয়ারে তার সাফল্য অন্যদের চেয়ে বেশি। ৪ বার তিনি আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইতো। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার হয়ে দুটি চ্যাম্পিয়নস লীগও জয় করেছেন। জাতীয় দলের হয়েও সফল ক্যারিয়ার ছিল ইতোর। চারবার বিশ্বকাপে ক্যামেরুনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া সিডনি অলিম্পিকে ক্যামেরুনের স্বর্ণজয়ী দলেরও সদস্য ছিলেন।
×