ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেন আফ্রিদির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন হরভজন

প্রকাশিত: ০১:১২, ১৯ মে ২০২০

কেন আফ্রিদির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন হরভজন

স্পোর্টস রিপোর্টার ॥ ক’দিনআগেই আফ্রিদি ফাউন্ডেশনে সাহায্য করে প্রশংসায় ভাসছিলেন হরভজন সিং ও যুবরাজ সিং। কিন্তু সাবেক পাকিস্তান অধিনায়ক কাশ্মীরে গিয়ে পাকিস্তানী সেনাদের এক অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য করায় পুরো পরিস্থিতি বদলে গেছে। আফ্রিদির সঙ্গে সকল রকম সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন হরভজন। তিনি বলেন, ‘একজন মানুষ মানবতার দোহাই দিয়ে আমাকে আহ্বান জানাতে বললেন, আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব করে দিলাম। এটুকুই। কোন শহীদ আফ্রিদির সঙ্গে এখন থেকে আমার আর কোন সম্পর্ক নেই।’ ভাজ্জি আরও যোগ করেন, ‘আমাদের দেশ ও আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য সে করেছে তা খুবই হতাশাজনক। এটা কিছুতেই গ্রহণযোগ্য নয়।’ ঘটনার সূত্রপাত আফ্রিদির সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভ্রমণে গিয়ে ভারত এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। তার এবারের বিতর্কিত মন্তব্য রীতিমতো সমালোচনার ঝড় তুলেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাসদস্যের এক ক্যাম্পে সেনাদের উদ্দেশে কথা বলছেন আফ্রিদি। যেখানে আফ্রিদি বলেন, ‘পুরো বিশ্ব এখন ভয়ঙ্কর এক রোগে (কোভিড-১৯) আক্রান্ত। কিন্তু সবচেয়ে বড় রোগ মোদির (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) মনে। আর সেই রোগ ধর্মের রোগ। ধর্মকে ব্যবহার করে তিনি ক্ষমতায় আছেন। আর আমাদের কাশ্মীরী ভাইদের ওপর তিনি অত্যাচার চালিয়ে যাচ্ছেন। এর জবাব তাকে দুনিয়া এবং পরকালে দিতে হবে।’
×