ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাশরাফিকে অবসরের পরামর্শ গিবসনের

প্রকাশিত: ০১:১১, ১৯ মে ২০২০

মাশরাফিকে অবসরের পরামর্শ গিবসনের

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ কয়েকজন উদীয়মান পেসার উঠে আসছেন। ঘরোয়া আসরে কিংবা এইচপি, বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তারা নিয়মিত ভালও করছেন। আর এদিকে পড়ে গেছে মাশরাফি বিন মর্তুজার পারফর্মেন্স। ৩৭ ছুঁতে চলা (৩৬ বছর ২২৭ দিন বয়স) মাশরাফির ক্যারিয়ার শেষের পথে। টেস্ট ও টি২০ ক্যারিয়ারে ইতি ঘটেছে আগেই। আর গত মার্চে ঘরের মাটিতে জিম্বাবুইয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষে নেতৃত্ব ছেড়েছেন তিনি। ওয়ানডে খেলতে হলে এখন পারফর্ম করেই জায়গা করে নিতে হবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন মাশরাফিকে পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে। মূলত ভবিষ্যত পরিকল্পনা থেকেই গিবসন এমন পরামর্শ দিয়েছেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য মাশরাফি প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর পরিকল্পনাতে নেই জানিয়ে এই আহ্বান জানান গিবসন। জিম্বাবুইয়ের বিরুদ্ধে ঘরের মাটিতে ৩ ওয়ানডের সিরিজে গত মার্চে মাত্র ২ উইকেট নিতে পেরেছেন। তার আগে সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের বিশ্বকাপে। সেখানেও তেমন সুবিধা করতে পারেননি মাশরাফি। ৮ ম্যাচে মাত্র ১টি উইকেটের দেখা পেয়েছিলেন। বয়সের সঙ্গে সঙ্গে পারফর্মেন্সও নিচের দিকে যাচ্ছে। ২০১৮ সালের ডিসেম্বর থেকেই মাশরাফিকে নিয়ে তাই আলোচনা হচ্ছে। অনেকে ভেবেছিলেন তিনি হয়তো বিশ^কাপের পরই অবসরে যাবেন। কিন্তু সেটি হয়নি। আপাতত নেতৃত্ব ছাড়লেও অবসর নেননি। কিন্তু তাকে এখন পারফর্ম করে যোগ্যতা অর্জনের মাধ্যমেই জাতীয় দলে ঠাঁই পেতে হবে। কিন্তু এই সময়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য দল গঠন নিয়ে ভাবছেন সব দেশের কোচেরা। ২০২৩ সালে প্রায় ৪০ বছর বয়সে মাশরাফির জন্য বিশ্বকাপ খেলা একেবারেই অসম্ভব। এখন তার পারফর্মেন্স ভাল থাকলেও হয় তো সম্ভাবনা থাকত। তাই প্রধান কোচ ডোমিঙ্গো বিশ^কাপের প্ল্যান সাজাচ্ছেন মাশরাফিকে ছাড়াই। ২২০ ওয়ানডে খেলে দেশের পক্ষে সর্বাধিক ২৭০ উইকেট পাওয়া মাশরাফিকে তাই অবসর নেওার পরামর্শ দিয়েছেন গিবসন। তিনি বলেন, ‘আমি মনে করি তার দুর্দান্ত এক আন্তর্জাতিক ক্যারিয়ার গেছে। সে নিজেকে এবং দেশকে গৌরবান্বিত করেছে। কিন্তু ২০২৩ সালের পরবর্তী বিশ্বকাপ নিয়ে যে কোন আন্তর্জাতিক কোচ চাইবে এখন থেকে দল গড়ে তুলতে। আমিও নিশ্চিত রাসেল এমনটাই ভাবছেন। সে কারণে তিনি এখন তরুণ হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, এবাদত হোসেনদের খেলাতে চাইছেন বেশি বেশি। এছাড়া তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ আছে যারা ফিটনেস সমস্যায় এখন খেলছে না। আমরা মেহেদি হাসান রানাকে দেখতে পাচ্ছি। প্রচুর মেধাবী তরুণ পেসার আছে দেশে। আমার মনে হয় না মাশরাফি পরবর্তী বিশ^কাপে খেলবেন। তাই এখুনি হয়তো তার সময় হয়ে গেছে সরে যাওয়ার।
×