ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ. আফ্রিকা সফরে দলের মধ্যে বোঝাপড়া ভাল ছিল না ॥ মুশফিক

প্রকাশিত: ০১:১১, ১৯ মে ২০২০

দ. আফ্রিকা সফরে দলের মধ্যে বোঝাপড়া ভাল ছিল না ॥ মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছর আগে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেই সফরটিই ছিল অধিনায়ক হিসেবে মুশফিকুর রহীমের শেষ মিশন। শ্রীলঙ্কান কোচ চান্দিকা হাতুরাসিংহেরও ছিল বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ মিশন। সেই মিশনে চরম লজ্জাজনক পারফর্মেন্স দেখিয়েছে বাংলাদেশ দল। দুই টেস্টের সিরিজে অত্যন্ত বাজেভাবে হেরে যান মুশফিকরা। সফর শেষে বিভিন্ন গুঞ্জন ওঠে আর হাতুরাসিংহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে কোন রিপোর্টও দেননি। আরও গুঞ্জন ছিল দলগত বিভিন্ন সমস্যা নিয়ে। অনেক পরে দেশে এসে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন আনুষ্ঠানিকতা সেরে। রবিবার এক ফেসবুক লাইভে মুশফিক সেই সফরটি নিয়ে জানালেন দক্ষিণ আফ্রিকায় দলের মধ্যে খুব একটা ভাল বোঝাপড়া ছিল না। তবে দলের ফলাফল নিয়ে অধিনায়ক মুশফিককে সরাসরি কখনোই কিছু বলেননি কোচ হাতুরাসিংহে। মুশফিক দাবি করেন, সরাসরি কিছু বললেই অনেক সমস্যার সমাধান হয়ে যেত। ২০১৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশের ক্রিকেট নতুন এক পট পরিবর্তনের সূচনা হয়েছিল। তিন ফরমেটে সেই সফরে তিন অধিনায়ক দেখা গেছে। ওয়ানডেতে মাশরাফি বিন মর্তুজা, টি২০ সিরিজে সাকিব আল হাসান এবং টেস্টে মুশফিক নেতৃত্ব দিয়েছেন দলকে। তবে তিন ফরমেটেই বাজেভাবে স্বাগতিকদের কাছে পরাস্ত হয় সফরকারী বাংলাদেশ। তিন অধিনায়কই কোন পরিবর্তন আনতে পারেননি দলগত নৈপুণ্যে। এর পেছনে কোচের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কের অবনতি এবং দলগতভাবে বোঝাপড়ার ঘাটতি নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিশেষ করে কোচ হাতুরাসিংহের সঙ্গে বিভিন্ন ক্রিকেটারের সম্পর্ক যে তেমন ভাল ছিল না সেটি আরও স্পষ্ট হয়ে ওঠে। দক্ষিণ আফ্রিকা সফরে মুশফিকের সঙ্গেও হয়তো তেমন কোন সমস্যাই দেখা দিয়েছিল। এ বিষয়ে মুশফিক বলেন, ‘আমার দিক থেকে কোন সমস্যা ছিল না। ওর দিক থেকে কেন কী হয়েছে, সেটা ওই ভাল বলতে পারবেন।’ দলগত পারফর্মেন্স নিয়ে হাতুরাসিংহে অসন্তুষ্ট থাকলেও অধিনায়ক মুশফিককে কিছুই বলেননি। তবে এসব নিয়ে অনেককেই বিভিন্ন কথা বলেছেন হাতুরাসিংহে। এ বিষয়ে মুশফিক বলেন, ‘আমার মনে হয় যে দক্ষিণ আফ্রিকায় যেটা ছিল তার শেষ সফর, আমাদের দলের ভেতরে খুব ভাল বোঝাপড়া ছিল না। কোচ-অধিনায়ক হিসেবে আমরা যে ফলাফলের আশা করেছিলাম, সে ফলটা করতে পারিনি। যখন প্রত্যাশিত ফল না আসে তখন একটা দলের ভেতরে সমস্যা হতেই পারে। হয়তো বা উনি (হাতুরাসিংহে) আমার ভেতরে কোন কমতি দেখতে পেয়েছিলেন। কিন্তু আমার কাছে এটাই খারাপ লেগেছে যে, উনি আমাকে সরাসরি কিছু বলেননি। হয়তো বা উনি যেভাবে চেয়েছিলেন, সেভাবে নাও হতে পারে। আমি তো মানুষ। আমারও সীমাবদ্ধতা আছে। ভুল করতেই পারি। সেটা আমাকে না বলে অন্য কোথাও বলেছেন।’ ওই সফর শেষেই বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন হাতুরাসিংহে। কিন্তু কোন সমস্যা থাকলে তা যদি মুশফিকের কাছে সরাসরি বলতেন কোচ, তবে দলের জন্যই অনেক ভাল হতো বলে মনে করেন মুশফিক। কিন্তু সেই আলোচনা কেন করেননি হাতুরাসিংহে, এ বিষয়ে মুশফিক বলেন, ‘কারও সঙ্গে সম্পর্ক ভাল-খারাপ যাই হোক না কেন, সরাসরি কথা বললে অনেক সমস্যাই মিটে যায়। যেহেতু এটা তারও টিম না, আমারও না। এটা একটা দেশের দল, বাংলাদেশ জাতীয় দল। দুইজনের জন্য যাতে দলের ওপর কোন প্রভাব না হয় সে চেষ্টা করেছি আমি। আমার দিক থেকে। হয়তো বা সে আর চাকরি করতে চায়নি, তার একটা অন্যরকম মাইন্ডসেট ছিল। সেজন্যই হয়তো হাতুরা চায়নি আমার সঙ্গে কথা বলবে বা আলোচনা করবে।’ কিছুদিন পরেই শ্রীলঙ্কা সফরে গিয়ে হাতুরাসিংহেকে এ বিষয়ে জিজ্ঞেস করেও কোন সদুত্তর পাননি মুশফিক।
×