ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএসইসির চেয়ারম্যান হলেন শিবলী রুবাইয়াত

প্রকাশিত: ০০:০৯, ১৯ মে ২০২০

বিএসইসির চেয়ারম্যান হলেন শিবলী রুবাইয়াত

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার তাকে এই পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিএসইসি ও বিআইসিএম বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তাকে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলা হয়েছে। অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজের ডিন। তিনি বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিগত দুই দশকেরও বেশি সময় ধরে ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শিক্ষা জীবনের সব স্তরেই তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। তিনি ইউ. কে, অস্ট্রেলিয়া ও কোরিয়াতে ফাইন্যান্স এবং ব্যাংকিং বিষয়ের ওপর রিসার্স ডিগ্রী, ডিপ্লোমা এবং প্রশিক্ষণ পেয়েছেন। ঢাকার ধামরাইয়ে সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন অধ্যাপক শিবলী। তার সহধর্মিণী শেনিন রুবাইয়াত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন ইংরেজী শিক্ষিকা ও বিটিভির ইংরেজী সংবাদ পাঠিকা। উল্লেখ্য, গত ১৪ মে বিএসইসির বর্তমান চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সর্বশেষ মেয়াদ শেষ হয়েছে। তিনি ২০১১ সালের ১৫ মে প্রথম তিন বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে দুই দফায় তার মেয়াদ বাড়ানো হয়।
×