ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইস্পাত শিল্পে লোকসানের আশঙ্কা

প্রকাশিত: ০০:০৮, ১৯ মে ২০২০

ইস্পাত শিল্পে লোকসানের আশঙ্কা

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনার প্রভাবে আগামী ৬ মাসে শুধু ইস্পাত শিল্পেই লোকসান হতে পারে অন্তত সাড়ে ৬ হাজার কোটি টাকা। এমন আশঙ্কা জানিয়েছেন এখাতের ব্যবসায়ীরা। জানান, উৎপাদন ও বিপণনে অচলাবস্থার কারণে শ্রমিকদের বেতন পরিশোধে হিমশিম খেতে হচ্ছে। দেশের নির্মাণ শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল রড। যা দেশীয় চাহিদার শতভাগ মেটানোর পাশাপাশি রফতানিতেও রাখছে বড় ভূমিকা। কিন্তু, চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর কমে গেছে কাঁচামাল আমদানি। ফলে, কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারছে না কারখানাগুলো। অন্যদিকে, দেশে করোনার প্রকোপ শুরু হওয়ায় বন্ধ হয়ে যায় প্রায় সব ধরনের নির্মাণ কাজ। এতে, ভয়াবহভাবে কমে যায় এই পণ্যের বিক্রি। এই খাতের ব্যবসায়ীরা বলছেন, গোটা শিল্পের সাথে জড়িত প্রায় ৩ লাখ মানুষ। কিন্তু, অচলাবস্থার কারণে হিমশিম খেতে হচ্ছে বেতন-ভাতাসহ বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধে। এই সঙ্কট থেকে উত্তরণে, ব্যাংকঋণের সুদ মওকুফসহ ঘোষিত প্রণোদনার ভাগ চান ব্যবসায়ীরা। রড উৎপাদক ও ব্যবসায়ী সমিতি বলছে, সঠিক পদক্ষেপ না নেয়া হলে সামনে ভয়াবহ ক্ষতিতে পড়বে এই খাত। দেশে প্রতিবছর ৬৫ থেকে ৭০ লাখ মেট্রিক টন ইস্পাতের চাহিদা রয়েছে।
×