ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা রোধে ঘরে ঘরে হোমিও ওষুধ

প্রকাশিত: ২৩:৫৮, ১৯ মে ২০২০

করোনা রোধে ঘরে ঘরে হোমিও ওষুধ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ মে ॥ করোনা প্রতিরোধে ভোটারের ঘরে ঘরে হোমিওপ্যাথিক ভাইলোশন ওষুধ আর্সেনিক এ্যালব-৩০ পৌঁছে দেয়া হবে। নাটোরকে করোনা সংক্রমণমুক্ত রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে বলেও মত প্রকাশ করেন তিনি। সোমবার দুপুরে নাটোরের ইউনাইটেড প্রেসক্লাবে হোমিওপ্যাথিক গবেষণা পরিষদের সদস্য লাইফের আয়োজনে সাংবাদিকদের মাঝে হোমিও ওষুধ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন লাইফের ডাঃ জাহাঙ্গীর, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান চৌধুরী এহিয়া, জেলা আ্ওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক আকরামুল ইসলাম, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নবিউর রহমান পিপলু প্রমুখ। এক মিনিটের বাজার পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে এবার সেনাবাহিনীর উদ্যোগে চালু হলো ‘এক মিনিটের বাজার’। বাজার থেকে অসহায় মানুষ বিনামূল্যে চাল, ডাল, সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন। জেলার প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূলে সরাসরি সবজি সংগ্রহ করে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করছে সেনাবাহিনী। ঈদের পরও এক মিনিটের বাজার চালু রাখার কথা জানিয়েছে সেনাবাহিনী। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে অসহায়, কর্মহীন ও প্রতিবন্ধী মানুষের কাছে প্রয়োজনীয় পণ্য সামগ্রী তুলে দিতে এবার খাগাছড়ির গুইমারা সেনা রিজিয়নের সেনা সদস্যদের উদ্যোগে সোমবার চালু হয়েছে এক মিনিটের বাজার।
×