ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে সম্প্রীতির বাজার চালু করেছে সেনাবাহিনী

প্রকাশিত: ২৩:৫৮, ১৯ মে ২০২০

নরসিংদীতে সম্প্রীতির বাজার চালু করেছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ দেশে করোনা ভাইরাসের সংক্রমণে চলমান লকডাউন পরিস্থিতিতে রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় রায়পুরা কলেজ মাঠে দুঃস্থ পরিবারকে সহায়তার জন্য সম্প্রীতির বাজার নামে একটি বাজার চালু করা হয়। এ বাজারের মাধ্যমে রায়পুরা ও বেলাব উপজেলার ১ হাজার পরিবারকে সাহায্য প্রদান করা হয়। এ বাজারে উল্লেখিত পরিবারসমূহকে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে মাস্ক, চাল, শুষ্ক খাদ্য সামগ্রী বিভিন্ন প্রকার সবজি এবং কৃষি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি বি.এস.পি. এনডিসি, পিএসসি, কমান্ডার ৯ আর্টিলারি ব্রিগেড। এছাড়াও ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার, লেঃ কর্ণেল গাজী আবদুস সালাম, পিএসসি, জি (অধিনায়ক ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), মেজর সাদিয়া প্রমুখ।
×