ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত দুই

প্রকাশিত: ২৩:৫৪, ১৯ মে ২০২০

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ মে ॥ কুয়াকাটাগামী বিকল্প সড়কের আমতলী নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী তিলক পাল (২৫) ও সহযোগী মোঃ সুমন (১৮) নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তানজিল। রবিবার রাত নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, এরা তিনজনে বাবলাতলা বাজার থেকে কলাপাড়ায় ফিরছিল। সামনের চাকা ফেটে চলন্ত মোটরসাইকেলসহ উল্টে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিলক অচেতন হয়ে যায়। শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলে সিএনজি যাত্রী নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল থেকে জানান, টাঙ্গাইলে সিএনজি চালিত অটোরিক্সা উল্টে একজন নিহত হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্যা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। সিএনজি চালিত একটি অটোরিক্সা ভুঞাপুর থেকে চন্দ্রা যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্যা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বি’বাড়িয়ায় বন্দুকযুদ্ধে যুবক নিহত স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বাঞ্ছারামপুরে মামাত ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত সুজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার ভেলানগর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুনের ঘটনায় গ্রেফতারকৃত সুজনের দেয়া তথ্য মতে ওই দিন রাতে তার সহযোগীদের ধরতে এবং হত্যাকা-ে ব্যবহৃত ছুরি উদ্ধারের জন্য তাকে নিয়ে ভেলানগর গ্রামের একটি বাগানে যায়। সেখানে সুজনের সহযোগীরা বসে আড্ডা দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে পুলিশও গুলি চালায়। উভয় পক্ষে গুলিবিনিময়ের সময় সুজন পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×