ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত সাত

প্রকাশিত: ২৩:৫১, ১৯ মে ২০২০

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত সাত

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে বন্দুক ও টেঁটাযুদ্ধে উভয়পক্ষের সাতজন গুরুতর আহত হয়েছে। নরসিংদী সদর উপজেলার দুর্গম চর এলাকা আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে রবিবার রাত ৩টা থেকে সোমবার সকাল পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের আওয়ামী লীগ সমর্থক নজর মিয়ার সঙ্গে বিএনপির সমর্থক জয়নাল মিয়ার মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে ঘটনার দিন রাত অনুমান ১০টার দিকে আলোকবালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজর মিয়ার পুত্র আমির মিয়াকে মারধর করে বিএনপি সমর্থকরা। এ ঘটনাকে কেন্দ্র করে রাত অনুমান ৩টার দিকে উভয়পক্ষের মধ্যে বন্দুক ও টেঁটাযুদ্ধ শুরু হয়। সংঘর্ষ চলে সকাল ৭টা পর্যন্ত। এতে উভয়পক্ষের গুলি ও টেটাবিদ্ধ হয়ে সাতজন আহত হয়। আহতদের মধ্যে বিএনপি সমর্থক আল ইসলাম, আওয়ামী লীগ সমর্থক আঃ বাছেদ ও মাসুদ গুলিবিদ্ধ এবং আওয়ামী লীগ সমর্থক সবুজ মিয়া, আতাবর টেঁটাবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হয়। তাদের অবস্থার অবনতি ঘটতে থাকলে জরুরী ভিত্তিতে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নারায়ণগঞ্জে আহত ২৫ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে ধান ক্ষেতে বেড়া দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২৫ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কদমীর চর এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কালাপাহাড়িয়ার কদমীর চর এলাকায় ধান ক্ষেতে বেড়া দেয়ার ঘটনা নিয়ে আসকর আলীর সমর্থক ও কাজেম আলীর সমর্থকদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র ও টেঁটা, বল্লম নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া। এ ঘটনায় বাদশা, কাজেম আলী, কবির, আলাউদ্দিন, রেজিয়া বেগম, জজ মিয়া, কিরিজ মিয়া, স্বপন, জান্নাত, নার্গিস বেগম, বাচ্চু মিয়া, বিল্লাল হোসেন, নবী হোসেন, মোতালিব, নুরুল ইসলাম, দুলাল, আসকর আলী, ডালিম, হবি ও ছবি বেগমসহ ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
×