ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমাজনে হাসপাতাল

প্রকাশিত: ২৩:৪৬, ১৯ মে ২০২০

আমাজনে হাসপাতাল

আমাজন বৃষ্টিবনানীর স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। পরিস্থিতি মোকাবেলায় ওই অঞ্চলে কোভিড হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে পেরু সরকার। ব্রাজিলের অংশে থাকা আমাজন বুষ্টিবনানীর আদিবাসীরাও কোভিড-১৯ আক্রান্ত হচ্ছেন। পেরুর সামাজিক নিরাপত্তা সংস্থা এসসালুদ জানিয়েছে, ব্রাজিল সীমান্তের উকাচালি প্রদেশের পুকাইপায় ১০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল তৈরি করা হবে। করোনায় পেরুতে মোট মৃত্যু ২ হাজার ৫২৩। Ñআনন্দবাজার পত্রিকা
×