ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ২৩:২৩, ১৯ মে ২০২০

চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিদিনই চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। সোমবার সকালে রাজধানীর শংকর এলাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালামের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। অথচ জনগণের টাকায় কেনা ত্রাণসামগ্রী নিয়ে সরকার নয়ছয় করছে। তিনি বলেন, শুধু আওয়ামী লীগের লোকেরাই ত্রাণ আত্মসাত করছে না প্রশাসনের লোকও জড়িত। তারা মনে করে এ সরকারকে ক্ষমতায় বসিয়েছি আমরা। তাই আমরা যত চুরি করি, ডাকাতি করি, অন্যায় করি সরকার আমাদের কিছু বলতে পারবে না।
×