ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালিকের বাসার সামনে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ২২:২৯, ১৮ মে ২০২০

মালিকের বাসার সামনে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর গুলশানে মালিকের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসের শ্রমিকরা। রবিবার সকালে শ্রমিকরা গুলশান এ্যাভিনিউয়ের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। টানা দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে সেখানে যানজট দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় পুলিশের মধ্যস্থায় মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা দুপুর ১২টার পর সড়ক ছেড়ে চলে যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল ১০টার দিকে গুলশান এ্যাভিনিউয়ের মূল সড়কে অবস্থান নেয় নারায়ণগঞ্জ প্যারাডাইস গার্মেন্টসের শ্রমিকরা। বিক্ষোভ মিছিলে শ্রমিকদের দাবি, তাদের ১০ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। মালিকপক্ষ তাদের বেতন দিচ্ছে না। এই বেতন আদায়ের দাবতে তারা নারায়ণগঞ্জ থেকে ঢাকা এসে গুলশানে মালিকের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, রবিবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের প্যারাডাইস গার্মেন্টসের শ্রমিকরা গুলশান এ্যাভিনিউ মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তারা ওই গার্মেন্টসের মালিকের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করে। এক পর্যায়ে গুলশান থানা পুলিশ ও শিল্প পুলিশ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে। মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা দুই ঘণ্টা পর সড়ক ছেড়ে চলে যান। এদিকে শিল্প পুলিশ সদর দফতরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ওই গার্মেন্টসটি নারায়ণগঞ্জে অবস্থিত। কিন্তু শ্রমিকরা ঢাকায় মালিকের বাসার সামনে বিক্ষোভ করেন। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশের সব পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়। পরে খুললেও শ্রমিক অসন্তোষ দেখা যায়। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সাভারসহ পোশাক কারখানা অধ্যুষিত এলাকায় বিক্ষোভ করে আসছেন শ্রমিকরা।
×