ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অসহায় মানুষের পাশে ‘সেবা সমন্বয়’

প্রকাশিত: ২১:২৬, ১৮ মে ২০২০

অসহায় মানুষের পাশে ‘সেবা সমন্বয়’

স্টাফ রিপোর্টার ॥ করোনার ক্রান্তিলগ্নে ব্যক্তি ও সামষ্টিক উদ্যোগের মাধ্যমে সঙ্কটে জর্জরিতদের পাশে এসে দাঁড়িয়েছে সেবা সমন্বয় নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন সামাজিক সংগঠনকে একসঙ্গে যুক্ত করে কাজ পরিচালনা করছে সংগঠনটি। একটি মানুষও যেন অভুক্ত না থাকে, একজন রোগীও যেন করোনা ভীতিতে সমাজে অপাঙ্ক্তেয় না হয়ে পড়ে, একজন চিকিৎসকও যেন অনিরাপদ অবস্থায় না থাকে-তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সংগঠনের কর্মীরা। ‘সেবা সমন্বয়’ তার সমন্বয় কার্যক্রমের আওতায় সারা দেশে ত্রাণ/সহযোগিতায় যুক্ত রয়েছেন এমন ৯০টিরও বেশি সংগঠনসমূহের সঙ্গে যোগাযোগ করে একটি ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। যার মাধ্যমে কোন কোন এলাকায় জরুরী সহযোগিতা প্রয়োজন তা নির্ণয় করা হচ্ছে এবং সেই সঙ্গে যে সকল সংগঠন ওই এলাকা বা তার আশপাশের এলাকায় স্বেচ্ছাসেবা কার্যক্রম পরিচালনা করছে তাদের তথ্য সহযোগিতার দ্বারা অবহিতকরণের মাধ্যমে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সাহায্যসামগ্রী দুর্গত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে। সংগঠনের প্রধান সমন্বয়ক জাহিদুল ইসলাম জানান, নিম্ন-বিত্তদের মধ্যে জীবন ধারণের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোর জন্য বিভিন্ন সংগঠন কারজ করলেও নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণী যারা জীবিকা বন্ধ হওয়ায় অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছে তাদের কাছে জীবন ধারণের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোর প্রচেষ্টা নিতান্ত কম।
×