ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হুমকির প্রতিবাদে টঙ্গী হাসপাতালে ডাক্তার নার্সদের কর্মবিরতি

প্রকাশিত: ২০:৪০, ১৮ মে ২০২০

হুমকির প্রতিবাদে টঙ্গী হাসপাতালে ডাক্তার নার্সদের কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৭ মে ॥ শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি জেনারেল হাসপাতালের এক সিনিয়র নার্সকে ওই হাসপাতালেরই এক কর্মচারীকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে রবিবার হাসপাতালের সকল ডাক্তার নার্স ও কর্মচারীরা কর্মবিরতি এবং মানববন্ধন করেছে। হাসপাতালের ডাক্তার ও নার্সরা অভিযোগ করে বলেন, আউট সোর্সিংয়ের কর্মচারী তৌহিদুল ইসলাম হৃদয় শনিবার বহিরাগত কয়েকজন সন্ত্রাসী নিয়ে হাসপাতালে প্রবেশ করে। এ সময় হাসপাতালে নার্সদের রুমে গিয়ে সিনিয়র নার্স মশিউর রহমানকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় হৃদয় তার নির্দেশমতো হাসপাতালে কাজ করার জন্য মশিউর রহমানকে হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনার পর মশিউর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন। গুলির হুমকির প্রতিবাদে রবিবার সকাল থেকে হাসপাতালে কর্মবিরতি শুরু হয়। এর ফলে বিভিন্ন স্থান থেকে আসা সব ধরনের রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। এদিকে অভিযুক্ত কর্মচারী হৃদয় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, একটি মহল তাকে হাসপাতালের কর্মকাণ্ড থেকে বিদায় করতে তার বিরুদ্ধে এসব অভিযোগ করছে। তিনি বলেন, বিভিন্ন সময় ডাক্তার নার্সদের কাজে অনিয়মের প্রতিবাদ করায় হিংসার বশে ডাক্তার নার্সরা তার বিরুদ্ধে এমন সব অভিযোগ করছে। অভিযুক্ত হৃদয়ও তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের মাধ্যমে সুরাহার দাবি জানান। এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নিজাম উদ্দিন জানান, ডাক্তার নার্স ও কর্মচারীদের কাছ থেকে অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ তার কাছে দেয়া হয়েছে।
×