ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে যাত্রীবাহী যান ঢাকায় ফেরত

প্রকাশিত: ২০:৩৫, ১৮ মে ২০২০

মুন্সীগঞ্জে যাত্রীবাহী যান ঢাকায় ফেরত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ অতিক্রমকালে দক্ষিণাঞ্চলগামী যাত্রীবাহী যানগুলোকে আবার ঢাকায় ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের প্রবেশ মুখ সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ায় রবিবার চেকপোস্ট বসিয়ে যানগুলোকে পাঠানো হয়েছে। শিমুলিয়া ফেরিঘাটের প্রায় ২৩ কিলোমিটার দূর থেকেই শ’ শ’ যান রাজধানীতে ফিরে যেতে বাধ্য হচ্ছে। করোনার সংক্রমণরোধে শিমুলিয়ায় কয়েকদিনের গাদাগদি ভেরের কারণে এই পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তাই ভোর শিমুলিয়া ঘাটে ভিড় থাকলেও সকালে ঘাট যাত্রী ফাঁকা হয়ে যায়। এখন শুধু পণ্যবাহী যানগুলো পারাপার করা হচ্ছে। চেকপোস্টের দায়িত্বে থাকা মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানিয়েছেন, করোনার সংক্রমণরোধে সাধারণ ছুটি বৃদ্ধি করা হয়েছে। সকলকে গৃহে থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হলেও শিমুলিয়া ঘাটে এর বালাই নেই। তাই মানুষের বিড়ম্বনা রাখে মুন্সীগঞ্জ সীমানার মুখেই চেকপোস্ট বসানো হয়েছে।
×