ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ট্রাক অটেরিক্সা সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ২০:১৬, ১৮ মে ২০২০

বগুড়ায় ট্রাক অটেরিক্সা সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রবিবার সকালে শেরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংর্ঘষে দুইজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহতরা হলো-নীলা খাতুন (২৮) ও উর্মি সাহা (২০)। তারা দু’জনই অটোরিক্সার যাত্রী। পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের যমুনাপাড়া এলাকায় বগুড়া শহরের দিকে আসা একটি অটোরিক্সার সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নীলা খাতুন মারা যায়। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উর্মি সাহা পরে মারা যায়। নিহত দু’জনের বাড়িই শেরপুর উপজেলায়। ধামরাইয়ে চানাচুর বিক্রেতা সংবাদদাতা সাভার থেকে জানান, ধামরাইয়ে ট্রাকচাপায় শফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার কাওয়ালী পাড়া বাজার এলাকায় সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পানাইজুরি গ্রামের ফজল হকের ছেলে। তিনি চানাচুর বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতেন। জানা গেছে, এদিন সকালে শফিকুল ভ্যানে করে চানাচুর বিক্রির জন্য কাওয়ালীপাড়া বাজার থেকে কালামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়। এ সময় আহত হন ভ্যানচালক আয়নাল। পঞ্চগড়ে শিশু স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, ইজিবাইকের ধাক্কায় ফাহিম ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তালমা এলাকার পানিহাগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম ওই এলাকার ফজলুল হকের ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে ফাহিম বাড়ির পাশেই খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে হঠাৎ রাস্তার উপর চলে যায় ফাহিম। রাস্তা পার হওয়ার সময় হাড়িভাসা থেকে পঞ্চগড়গামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় সে মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×