ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে ঝড় বৃষ্টির কবলে পড়ে শিক্ষক মৃত্যু

প্রকাশিত: ২০:১৬, ১৮ মে ২০২০

সৈয়দপুরে ঝড় বৃষ্টির কবলে পড়ে শিক্ষক মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার সৈয়দপুরে ঝড়বৃষ্টির কবলে পড়ে একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক শাহজাহান আলী (৬৬) নিহত হয়েছে। এ সময় আহত হয় তার স্ত্রী জামিলা বেগম শনিবার রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর ডিগ্রী কলেজের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলীর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোয়ালীপাড়ার বাসিন্দা জানা গেছে অধ্যক্ষ শাহজাহান আলী স্ত্রী জামিলা বেগমসহ ঘটনার দিন দুপুরে মোটরসাইকেল যোগে পার্বতীপুরে মেয়ে জামাইয়ের বাড়িতে যান। সেখান থেকে বাড়িতে ফেরার সময় ঝড় বৃষ্টির কবলে পড়ে কামারপুকুর ডিগ্রী কলেজের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়লে ঘটনাস্থলে মারা যায় শাহজাহান আলী। কামারপুকুর বাজারের নৈশপ্রহরী ঘটনাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে এ সময় গুরুতর আহত জামিলা বেগমকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।
×