ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে ইয়াবাকারবারি নিহত

প্রকাশিত: ২০:০৪, ১৮ মে ২০২০

টেকনাফে বন্দুকযুদ্ধে ইয়াবাকারবারি নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে মোঃ সাকের নামের এক রোহিঙ্গা ইয়াবাকারবারি নিহত হয়েছে। রবিবার ভোরে নয়াপাড়া নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ইয়াবাকারবারি উখিয়ার বালুখালী ৯ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এইচ/৬-এর আশ্রিত রোহিঙ্গা খাইরুল আমিনের ছেলে। বিজিবি ঘটনাস্থলে তল্লাশি করে ২ লাখ ৪০ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরি বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। টেকনাফ ২ নং বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মাদকের চালান প্রবেশের গোপন সংবাদ পেয়ে নয়াপাড়া লবণের মাঠে বিজিবি জওয়ানরা অবস্থান নেয়। কিছুক্ষণ পর ওই পয়েন্ট দিয়ে কয়েকজন লোক বস্তা নিয়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধে পৌঁছলে তাদের থামানোর জন্য চ্যালেঞ্জ করে। কিন্তু মাদককারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। বোয়ালখালী নিজস্ব সংবাদদাতা বোয়ালখালী থেকে জানান, চট্টগ্রামের বোয়ালখালীতে মোঃ নাছির (৪৪) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ২৪ ঘণ্টার মাথায় হত্যাকান্ডের মূল আসামি শওকত হোসেন চইল্ল্যা (৪৫) কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এসময় বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিমসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার চরণদ্বীপে বড়ুয়াপাড়া সংলগ্ন বালুর মাঠ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। শওকত উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের খলিল তালুকদার বাড়ির হাছি মিয়ার ছেলে। সে গত শুক্রবার রাতে একই এলাকার নাছির হত্যাকান্ডে জড়িত থাকায় আটক হয় পুলিশের হাতে। ওই সময় বিপুল পরিমাণের অস্ত্রও উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মুক্তিযোদ্ধা আলী মদনের ছেলে মোঃ নাছির হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী শওকত হোসেন চইল্ল্যার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে।
×