ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহানবী (স) ও বিবি আয়েশাকে নিয়ে কটূক্তি ॥ ভোলায় সংঘর্ষ, ফাঁকা গুলি

প্রকাশিত: ২১:৪৪, ১৬ মে ২০২০

মহানবী (স) ও বিবি আয়েশাকে নিয়ে কটূক্তি ॥ ভোলায় সংঘর্ষ, ফাঁকা গুলি

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৫ মে ॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মহানবী (স) ও বিবি আয়েশাকে জড়িয়ে কটূক্তিমূলক লেখা শ্রীরাম নামে এক সংখ্যালঘু যুবক ফেসবুকে শেয়ার দেয়ার ঘটনায় শুক্রবার দফায় দফায় বিক্ষোভ হামলা ও সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। জুমার নামাজের পর বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যার পর ফের উত্তেজনা দেখা দেয়। এদিকে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনায় ৫/৭ জন আহত হয়েছে। এদিকে ফেসবুকে পোস্ট শেয়ার করা সংখ্যালঘু যুবককে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওই যুবক হলেন, মনপুরা উপজেলার রামনেওয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার দুলাল চন্দ্র দাসের ছেলে মৎস্য ব্যবসায়ী শ্রীরাম চন্দ্র দাস। পরে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, উপজেলা চেয়ারম্যান সেলিনা আকতার চৌধুরী ও ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মনপুরা থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ফেসবুকে মহানবী (স) ও বিবি আয়েশাকে জড়িয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করে শ্রীরাম নামে এক যুবক। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করলে পুলিশ বাধা দেয়। তখন উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। এসময় তারা ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সন্ধ্যার পর ফের উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে অভিযুক্ত শ্রীরামকে পুলিশ গ্রেফতার করেছে।
×