ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তৃতীয় দফায় ভারত থেকে ফিরেেেছন সাড়ে তিন হাজার

প্রকাশিত: ২১:৩৭, ১৬ মে ২০২০

তৃতীয় দফায় ভারত থেকে ফিরেেেছন সাড়ে তিন হাজার

স্টাফ রিপোর্টার ॥ ভারতের ব্যাঙ্গালুরু থেকে আরও ১৪৪ জন বাংলাদেশীকে ফিরিয়ে আনা হয়েছে। এতে আপাতত ভারত থেকে বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনার তৃতীয় পর্যায় শেষ হয়েছে। শুক্রবার বাংলাদেশ বিমানের একটি স্পেশাল ফ্লাইটে তাদেরকে আনা হয়। এ নিয়ে মোট সাড়ে তিন হাজার বাংলাদেশীকে স্পেশাল ফ্লাইটে ফেরানো হয়। অন্যদিকে ঢাকায় আটকা পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নেয়ার অপেক্ষায় রয়েছে আরও অন্তত কয়েক হাজার নাগরিক। মোদি সরকারের বন্দে মাতরম কর্মসূচীর অংশ হিসেবে তাদেরকে ফিরিয়ে নেয়া হচ্ছে। জানা গেছে, ভারত থেকে এ পর্যন্ত যাদের ফিরিয়ে আনা হয়েছে তাদের একটা অংশ পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে যাবে। বাকিরা চিকিৎসা এবং অন্যান্য জরুরী প্রয়োজনে ভারতে গিয়ে আটকে পড়া। তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে আনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারওয়েজ গত ৩ সপ্তাহে মোট ২৫টি স্পেশাল ফ্লাইট পরিচালনা করেছে। এতে আকাশ পথে ফিরতে সক্ষম হন সাড়ে ৩ হাজারেরও বেশি বাংলাদেশী। ভারত সরকারের সর্বাত্মক সহযোগিতায় গত ২০ এপ্রিল থেকে স্পেশাল ফ্লাইটগুলো চলছিল। পররাষ্ট্র মন্ত্রণলায় সূত্র জানায়, এ পর্যন্ত বাংলাদেশ বিমানের ফ্লাইটে দিল্লী থেকে ১৪৯ ও ইউএস বাংলার অপর ফ্লাইটে চেন্নাই হতে ১৬৫ বাংলাদেশী দেশে ফিরেছেন। এছাড়া ঢাকায় আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে আসা এয়ার ইন্ডিয়ার স্পেশাল ফ্লাইটে চেন্নাই থেকে আরও ১৬৮ বাংলাদেশী দেশে ফিরেছেন। উদ্ধার হওয়া বিপুলসংখ্যক ওই বাংলাদেশীর অধিকাংশই রোগী এবং তাদের সেবার জন্য সঙ্গে থাকা স্বজন (এটেনডেন্ট)। এ ছাড়া ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও পর্যটকরাও ফিরেছেন। জানা গেছে, আকাশ পথের পাশাপাশি সড়কপথেও সহস্রাধিক বাংলাদেশী ফিরেছেন। ভারতজুড়ে লকডাউন শুরু হওয়ার পর বিভিন্ন স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশ মিশনসমূহের সহায়তায় তারা ফেরেন। হরিয়ানা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, কর্ণাটকসহ বিভিন্ন দূরবর্তী রাজ্য থেকে এখনও অনেকে ফিরছেন। তবে যে বা যারাই ফিরছেন বা ফিরেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করা জরুরী। ঈদের আগে আরও একটি স্পেশাল ফ্লাইটে আরেক দফা দেড় শতাধিক বাংলাদেশী নাগরিককে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।
×