ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দূরে থাকা কাছের মানুষ’

প্রকাশিত: ২১:২১, ১৬ মে ২০২০

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দূরে থাকা কাছের মানুষ’

সংস্কৃতি ডেস্ক ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় নাটক-চলচ্চিত্রের শূটিং বন্ধ রয়েছে। তারকা থেকে শুরু করে পরিচালক সবাই যে যার বাড়িতেই অবস্থান করছেন। এই পরিস্থিতিতেও এবার ঘরে বসে দুই বাংলার অভিনয়শিল্পীদের নিয়ে শর্টফিল্ম নির্মাণ করলেন পরিচালক শাহরিয়ার পলক। বাংলাদেশের প্রেক্ষাগৃহ আর কলকাতার টিভিওয়ালা মিডিয়া যৌথ ভাবে করেছে এই কাজটি। পরিচালক জানান, নুতন অনলাইন মাধ্যমে কাজ করতে গিয়ে সবার যথেষ্ট সহযোগিতা পেয়েছি। যারা ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে ‘দূরে থাকা কাছের মানুষ’ দেখেছেন। গত ১২ মে মঙ্গলবার ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি অবমুক্ত করে। চলচ্চিত্রে দীপ্ত চরিত্রে কলকাতার ভিক্রম এবং বন্যা চরিত্রে রয়েছেন বাংলাদেশের মিথিলা। কোভিড-১৯ ভাইরাসেরর বিশ্বব্যাপী মহামারির এই সময়ে, এই গল্পতে লন্ডন থেকে কলকাতায় ফিরে ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে থাকা একজনের অতীতের সম্পর্ককে পুনরুত্থান দেখানো হয়েছে। এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ বলেন, বিষয়টি একেবারেই নতুন একটি প্রয়াস। এই দূর্যোগকালীন সময়ে ঘরবন্দি মানুষকে একটু বিনোদন দিতেই এই আয়োজন। পাশাপাশি মানবিক বিষয়ের দিকেও গুরুত্ব দেয়া হয়েছে। তা হল, এই ফিল্মের ডিজিটাল রিলিজ থেকে আয়কৃত অর্থ, দুই বাংলার প্রোডাকশনের রুট লেভেলে কাজ করা কর্মীদের কল্যাণে ব্যয় করা হবে।
×