ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুজন বড়ুয়া

করোনার রূপ

প্রকাশিত: ১৯:৩০, ১৬ মে ২০২০

করোনার রূপ

করোনা দিয়েছে বিশ্ব বদলে নতুন পরিস্থিতি সারা পৃথিবীর মানুষের মনে মৃত্যুর ভয়ভীতি। দেশ মহাদেশ গ্রাম কি শহর থমকে গিয়েছে সবই সবাক বিশ্ব হঠাৎ কেমন অবাক অচল ছবি। রাতেও সরব থাকত কী এই নদী বন্দর-জেটি! ঘুমে ঢুলুঢুলু নিঝুম গ্রামের পাড়া যেন আজ সেটি। ঘুমায় বিমান বন্দরটাও নেই কারো আনাগোনা সেখানে এখন আসর জমায় শালিক টুনি ও টোনা। অফিস পাড়ায় চলছে এখন বিরামহীন ছুটি নিরুপায় বড়ো কর্তারা খায় বিছানায় লুটোপুটি। এদিকে সকল শ্রমিক মজুর জীবিকা কর্মহীন বস্তির ঘরে অস্থির কাটে কষ্টের দুর্দিন। সরকার নাকি পাঠিয়েছে ত্রাণ বস্তা হাজার শত কিন্তু ত্রাণের পেছনে ছুটেই প্রাণটা ওষ্ঠাগত। নেতারা ব্যস্ত সবার কপালে মহাচিন্তার ভাঁজ কিভাবে রুখবে করোনার এই মৃত্যু মিছিল আজ। আমেরিকা বলে আমার হাতেই করোনা রোখার চাবি জাপান করেছে করোনার টীকা আবিষ্কারের দাবি। কিন্তু করোনা পাল্টায় তার রূপ সাজ বার বার তবু আশা করি মানুষের কাছে করোনা পাবে না পার!
×