ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত ছিলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান, শ্রদ্ধার সব কর্মসূচী বাতিল

প্রকাশিত: ০০:১০, ১৫ মে ২০২০

করোনায় আক্রান্ত ছিলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান, শ্রদ্ধার সব কর্মসূচী বাতিল

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যাওয়ার পর তার শরীর থেকে করোনার নমুনা নিয়ে পরীক্ষা করা হলে রাতে রিপোর্ট পজেটিভ আসে। করোনারভাইরাস ধরা পরার কারণে দেশের বিশিষ্ট এ জাতীয় অধ্যাপককে শ্রদ্ধা জানানো পূর্ব নির্ধারিত আজকের সব কর্মসূচী স্থগিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ড. আনিসুজ্জামান ছেলে আনন্দ জামান রাতে গণমাধ্যমকে বাবার করোনা পজেটিভ ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাবা কোভিড-১৯ পজেটিভ ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে বাবার দাফনের ব্যবস্থা করা হবে। সকালে আব্বার নমুনা নেয়া হয়। বিকালে মৃত্যুর পর আবারও নমুনা নেয়া হয়। একটু আগে জানতে পারলাম, রেজাল্ট পজেটিভ এসেছে। এর আগে গত ২৭ এপ্রিল থেকে তিনি রাজধানীর মহাখালীর বেসরকারী ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৯ মে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অধ্যাপক আনিসুজ্জামানের জ্বর ছিল বলে চিকিৎসকরা করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছিলেন। সে কারণে মরদেহ রাতে ঢাকা সিএমএইচেই রাখা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাকে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে বিকেলেই জানানো হয়েছিল। অধ্যাপক আনিসুজ্জামানের মরদেহ সকলের শ্রদ্ধা জানানোর জন্য আজ সকালে বাংলা একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়ার পরিকল্পনা ছিল। রিপোর্ট নেগেটিভ এলে আজ বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমি, সেখান ঘণ্টাখানেক রাখার পর বাদ জুমা ঢাবি কেন্দ্রীয় মসজিদে জানাজা হওয়ার কথা ছিল। পরে সেখান থেকে আজিমপুর কবরস্থানে শায়িত করা হবে বলে জানিয়েছিল পরিবার। কিন্তু এখন সেই কর্মসূচী বাতিল করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আজ শুক্রবার সরকারী ব্যবস্থাপনায় তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার ছেলে আনন্দ জামান। পূর্বঘোষিত কর্মসূচী পালন করা হবে না। আজিমপুর কবরস্থানে বাবার কবরে আনিসুজ্জামানকে দাফন করার বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হয়েছিল?
×