ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ২৩:০৫, ১৫ মে ২০২০

ঝলক

একসঙ্গে দেখা যাবে চাঁদ ও মঙ্গল গ্রহকে বায়ুদূষণ এখন অনেকটাই কমে গেছে। তাই এখন অনেক নক্ষত্রই আকাশে দৃশ্যমান হচ্ছে। এমনই এক বিরল দৃশ্য দেখা যাবে পৃথিবীতে। একসঙ্গে দেখা যাবে চাঁদ ও মঙ্গল গ্রহকে। বুধবার চাঁদের সঙ্গে দেখা গিয়েছিল জুপিটার গ্রহকে। এবার চাঁদের সঙ্গে দৃশ্যমান হবে লাল গ্রহ মঙ্গল। আকাশে অনেকটা পাশাপাশি দেখা যাবে এই দুই স্বর্গীয় বস্তুকে। তবে কাছাকাছি মনে হলেও আদতে চাঁদ ও মঙ্গলের মধ্যে অনেকটাই দূরত্ব থাকবে। এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৯৮ হাজার কিলোমিটার দূরে থাকবে। অন্যদিকে মঙ্গল গ্রহটি চাঁদের দূরত্বের প্রায় ৪২৫ গুণ দূরে অবস্থান করবে। তবে চাঁদ ও মঙ্গল গ্রহকে একসঙ্গে দেখার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সূর্য ওঠার এক ঘণ্টা আগে ঘুম থেকে উঠলেই দেখা যাবে এই বিরল দৃশ্য। সেক্ষেত্রে দক্ষিণপূর্ব আকাশে নজর রাখতে হবে। আর্থ স্কাইয়ের তথ্যমতে, সাম্প্রতিক দিনগুলোতে খুব উজ্জ্বল দেখাচ্ছে মঙ্গল গ্রহকে। এখন রাতের আকাশে অষ্টম উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে মঙ্গল গ্রহ। -ইন্ডিয়া টাইমস এ্যামাজন থেকে ছড়াতে পারে নতুন ভাইরাস যত বেশি বনাঞ্চল ধংস হবে, তত বেশি প্রাণঘাতী ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। কারণ বনভূমি হলো মানুষ ও ভাইরাসের মাঝে ঢাল। বিষয়টি আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। বন্যপ্রাণীর শরীরে থাকা অজানা ভাইরাস ছড়ানো রোধ করতে হলে বনাঞ্চল ধ্বংস আটকাতে হবে সবার আগে। বিজ্ঞানীরা এবার বলেছেন, করোনার পরবর্তী ভাইরাস ছড়াতে পারে বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টিচ্ছায় অরণ্য এ্যামাজন থেকে। কারণ সেখানে নির্বিচারে বনভূমি ধংস করা হচ্ছে। আর সেটা সবচেয়ে চিন্তার বিষয় এখন। গত বছরই এ্যামাজনের ব্রাজিলিয়ান অংশে দশ হাজার বর্গ কিলোমিটারের বেশি বনভূমি ধংস করা হয়েছে, যা উদ্বেগের বিষয়। চলতি বছর এপ্রিল পর্যন্ত এ্যামাজনে এক হাজার ২০২০ বর্গ কি.মি.বনভূমি নষ্ট হয়েছে। সারাবিশ্বের ২০ শতাংশ অক্সিজেনের জোগান দেয় এ্যামাজন বনভূমি। তার চেয়েও বড় কথা, এই বনভূমিতে বহু নাম না জানা প্রাণীও রয়েছে। তাদের শরীরে রয়েছে অজানা প্রাণঘাতী ভাইরাস। সেই ভাইরাস একবার মানুষের মধ্যে ছড়াতে শুরু করলে বিপদ। ব্রাজিলের পরিবেশ বিজ্ঞানী ডেভিড লাপোলা জানিয়েছেন, বনাঞ্চলে নগরায়ণ করলে বিভিন্ন প্রাণী থেকে ভাইরাস মানুষের শরীরে ছড়ানো অস্বাভাবিক ঘটনা নয়। এ্যামাজনের গভীর অরণ্যে বহু চেনাঅচেনা ভাইরাস রয়েছে। মানুষ বনাঞ্চল ধংস করে গভীর জঙ্গলে প্রবেশ করলে সেই ভাইরাসে সংক্রমিত হবে। আর এ্যামাজন যেভাবে ধংস করা হচ্ছে তাতে এরপর সেখান থেকেই নতুন কোন ভাইরাস ছড়াতে পারে। -ইয়াহু নিউজ
×