ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ২৩:০৫, ১৫ মে ২০২০

উবাচ

নিজের ত্রুটি আগে শোধরান স্টাফ রিপোর্টার ॥ ত্রাণ বিতরণে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর যত ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে তার একটিতেও সামাজিক দূরত্ব মানা হয়নি। সব ছবিতে অবশ্য রিজভী পিপিই এবং মাস্ক পরে রয়েছেন। কিন্তু রিজভীর আশপাশের বেশিরভাগের মুখেই মাস্ক নেই। এই অবস্থা রিজভীকে ঝুঁকিতে ফেলছে। শুধু তিনি নিজে নন তার আশপাশের মানুষজন এমনকি ত্রাণগ্রহীতাও ঝুঁকিতে রয়েছেন। এক সময় নিয়মিত সংবাদ সম্মেলন করে আসা রিজভী এখন নিজের মাধ্যমে বিএনপিকে প্রকাশ করছেন ক’ব্যাগ ত্রাণ বিতরণের মাধ্যমে। মালয়েশিয়াতে এক উপমন্ত্রী কোভিড-১৯ এর মধ্যে সামাজিক দূরত্ব না মানার ছবি ফেসবুকে পোস্ট করে জরিমানার শিকার হয়েছেন। অবশ্য আমাদের এখানে এমন বালাই নেই। থাকলে রিজভী সাহেবরা ত্রাণ বিতরণের নামে প্রচারণার এই কৌশল নিতে পারতেন না। সম্প্রতি নারায়ণগঞ্জের তারাবো উপজেলার বরপা পৌরসভা এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণের সময় রিজভী বলেছেন সরকার ভুল করেছে। রিজভী বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলতে থাকা ‘লকডাউন’ শিথিল করে সরকার ভুল পথে চলছে। আচ্ছা তাহলে এমন গাদাগাদি করে ছবি তুলাতে কি কোন ভুল নেই! মঙ্গলবার সকালে ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, লকডাউন শিথিল করলে কত হাজার হাজার মানুষ মারা যাবে- এটা সরকার কখনই মাথার মধ্যে নেয়নি। আচ্ছা যদি কিছুই না খুলত তাহলে এই বিপুলসংখ্যক মানুষের খাবারের যোগাড়ের ব্যবস্থা কি করে হতো। রাষ্ট্রের সামর্থ্যর কথাও তো চিন্তা করতে হবে। নাকি তার কোন প্রয়োজনই নেই। তুলনা করলেন জাহিদ মালেক স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন ইউরোপ-আমেরিকার তুলনায় বাংলাদেশ অনেক ভাল আছে। রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে সদ্য নিয়োগ পাওয়া দুই হাজার চিকিৎসকের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিডে ইউরোপে অনেক মানুষ মারা গেছে। আর বাংলাদেশে মারা গেছে আড়াইশর মতো। সে তুলনায় বাংলাদেশ অনেক ভাল আছে, বাংলাদেশে আক্রান্তও খুবই অল্প। এজন্যই কি প্রতিদিন আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। আর ইউরোপ আমেরিকায় প্রতিদিন যত টেস্ট করা হয়েছে বা হচ্ছে তার কত ভাগ করতে সমর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়? তাদের মতো টেস্ট করালেই না বোঝা যেত আপনি ভাল আছেন না মন্দ। ওবায়দুল কাদেরের অনলাইন কেনাকাটা স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে শপিংমলে না গিয়ে অনলাইনে ঈদের কেনাকাটা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনিও অনলাইন সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। ঘরে বসে যদি রাজনীতি করা যায় অফিস করা যায় তাহলে কেনাকাটা কেন করা যাবে না। এখন প্রতিটি মানুষের ঘরই হয়ে উঠেছে কর্মস্থলও। আর এটি বাস্তবায়ন করা গেলে মানুষের অনেক উপকার হবে। রাস্তায় কোন ট্রাফিক জট লাগবে না কোন দিন। প্রতিদিন যে পরিমাণ শ্রম ঘণ্টা রাস্তায় নষ্ট হয় তা বেঁচে যাবে। একই সঙ্গে করোনাকেও ভড়কে দেয়া যাবে। তবে কারখানা এবং কৃষিতে যেসব শ্রমিকরা কাজ করেন তাদের তো যেতেই হবে। এর বাইরে অন্যদের কর্মস্থল ঘরে থেকেও হতে পারে। ওবায়দুল কাদের বলেন, শপিংমলে যারা সরাসরি কেনাকাটা করছেন সেখানে সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। সেখানে সরাসরি না গিয়ে প্রযুক্তির সহায়তা ও অনলাইনে কেনাকাটা করুন। অনলাইনে কেনাকাটার বিষয়টিও আজকাল জনপ্রিয় হয়েছে। অনেকেই অনলাইনে শপিং করছেন।
×