ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নন-কোভিডের মৃত্যু সংখ্যা বাড়ছে

প্রকাশিত: ২৩:০৪, ১৫ মে ২০২০

নন-কোভিডের মৃত্যু সংখ্যা বাড়ছে

* কোভিড ছাড়া অন্যান্য রোগের প্রকোপে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। * কারণ হাসপাতালগুলোতে নন-কোভিড রোগীর স্থান হচ্ছে না। * হার্ট এ্যাটাকের রোগী ঘুরে ঘুরে বেড়াচ্ছে দ্বারে দ্বারে। * ডায়াবেটিক কিস্টএসিডোসিসের রোগী পথেই শেষ হয়ে যাচ্ছে। * বাচ্চাগুলো নিউমোনিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে চিকিৎসার অভাবে। * খিঁচুনি নিয়ে দ্বারে দ্বারে ঘুরছে। * এরই মধ্যে আবার ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তাহলে উপায় আসলে হাসপাতালগুলোতে প্রত্যেকের ছোঁয়াচে রোগের অবকাঠামো রাখতে হবে। * এবং প্রত্যেকটা সরকারী ও বেসরকারী হাসপাতালকে ৩টি জোন গ্রীন জোন, হলুদ জোন ও রেড জোনে ভাগ করতে হবে। * গ্রীন জোন সাধারণ রোগীদের জন্য * হলুদ জোন সন্দেহজনক রোগীদের জন্য * এবং রেড জোন হবে কোভিড ও অন্য ছোঁয়াচে রোগীদের জন্য। তাছাড়া শেষে উপায় থাকবে না। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল ঢাকা, ফোন : ০১৭১৫২৮৫৫৫৯
×