ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু ॥ ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশিত: ২৩:৫৮, ১৩ মে ২০২০

গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু ॥ ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১২ মে ॥ এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনকে (৭০) কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে মোহনগঞ্জ উপজেলা সদরের দৌলতপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শাহ্ মাহবুব মোর্শেদ কাঞ্চন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং একজন মুক্তিযোদ্ধা। জানা গেছে, শাহ্ মাহবুব মোর্শেদ কাঞ্চনের বাসায় বারহাট্টা উপজেলার সিংধা ভাটিপাড়া গ্রামের মৃত আলী আকবরের মেয়ে মারুফা (১৪) গৃহকর্মী হিসেবে কাজ করত। গত শনিবার ওই বাসাতেই মারুফার রহস্যজনক মৃত্যু হয়। শাহ্ মাহবুব মোর্শেদ কাঞ্চনের দাবি, মারুফা তার বাসার পেছনের বড়ই গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। অন্যদিকে মারুফার মা আকলিমা বেগমের অভিযোগ, শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চন তাকে নির্যাতন করে হত্যা করেছে। আকলিমা বেগমের এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে মোহনগঞ্জ থানা পুলিশ ওই চেয়ারম্যানকে গ্রেফতার করে।
×