ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে মাইক্রোবাস চাপায় স্কুল শিক্ষক নিহত

প্রকাশিত: ২৩:৫৪, ১৩ মে ২০২০

টাঙ্গাইলে মাইক্রোবাস চাপায় স্কুল শিক্ষক নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১২ মে ॥ সখীপুরে সড়ক দুর্ঘটনায় বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল ইসলাম (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা ম্যোল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিমারা যান। তিশোলাপ্রগ্রামের মৃত আবদুল জলের ছেলে এবং বোয়ালী বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বোয়াবাজারের মাস্টার ফার্মেমালিক। এ ঘটনায় পুলিশ মাইক্রোবাসসহ চালক মনির হোসেনকে আটক করেছে। জানা যায়, মঙ্গলবার সকালে রেজাউল ইসলাম সাইকেল নিয়ে বোয়াবাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় । পরে ঢাকা ম্যোলে নেয়ার পথে সকাল সাড়ে দশটায় তিমারা যান। নাটোরে কাপড় ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামে মহাসড়কের ভাঙ্গা অংশের খাদে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত থ্রি-হুইলার উল্টে আকবর আলী (৫৯) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত এবং চালকসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের আইড়মাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যবসায়িক কাজে যাচ্ছিলেন।
×