ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ৩১২ ঝুপড়ি পুড়ে ছাই

প্রকাশিত: ২৩:৫২, ১৩ মে ২০২০

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ৩১২ ঝুপড়ি পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ এক অগ্নিকা-ের ঘটনায় তিন শতাধিক রোহিঙ্গাদের ঝুপড়ি ঘর ও ৩৭টি রোহিঙ্গার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোহিঙ্গারা জানিয়েছে, প্রতিটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার রয়েছে। অধিকাংশ রোহিঙ্গারা এর ব্যবহারবিধি জানে না। তাই প্রতিনিয়ত অগ্নিকা-ের ঘটনা ঘটছে। জানা গেছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মঙ্গলবার সকাল আটটার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রোহিঙ্গা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ই ওয়ান ব্লকের বাসিন্দা আলী হোসেন বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকা-ে পুড়ে গেছে রোহিঙ্গাদের ৩১২টি ঝুপড়ি ঘর।
×